• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় কর্মহীন মানুষের হাতে রংপুর বিভাগ সমিতির উপহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০২০, ১৫:৫৭
করোনাভাইরাস, কর্মহীন মানুষ, রংপুর বিভাগ সমিতি, উপহার
সহযোগিতা কার্যক্রমের চিত্র।

মহামারি করোনাভাইরাসের কবলে বাংলাদেশের মানুষ। দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে নিম্নবিত্ত মানুষের আয়-রোজগারের পথ। ঘরবন্দী অসহায় মানুষের এখন বেঁচে থাকার এখন একমাত্র পথ ত্রাণ সামগ্রী। দরিদ্র এসব মানুষের কেউ সহযোগিতা পাবার আশায় পথে নেমেছেন আবার কেউবা লজ্জা ভেদ করতে না পেরে না খেয়েই অবস্থান করছেন বাড়িতে। বিষয়টি উপলব্ধি করে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় কর্মহীন হয়ে পড়া ৬০০ জন মানুষের খাদ্য সহায়তা দিলেন রংপুর বিভাগ সমিতির সদস্যরা।

এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, সহসভাপতি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-মহাপুলিশ পরিদর্শক আবু কালাম সিদ্দিকসহ সমিতির সদস্যরা।

বাংলাদেশ সরকার এবং আইসিডিইআর'র নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে কর্মহীন মানুষের হাতে তুলে দেয়া হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এ সময় আয়োজকরা দরিদ্র, অসহায় কর্মহীন মানুষদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া রাজধানীর বিভিন্ন অঞ্চলে একই ধরণের সহযোগিতা কার্যক্রম করবেন বলে জানান।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় লিঙ্গের সদস্যরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
‘বিআরটি প্রকল্পের সাত ফ্লাইওভার প্রধানমন্ত্রীর ঈদ উপহার’
‘এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার’
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh