• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে নতুন ছয়জনের নমুনা সংগ্রহ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৫:২৫
ঝালকাঠি করোনা বাঁশ
ছবি সংগৃহীত

ঝালকাঠিতে করোনাভাইরাস উপসর্গ দেখা দেওয়ায় নতুন করে ছয়জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার সকালে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

নিয়ে ঝালকাঠি জেলা থেকে জ্বর, সর্দি, কাশি গলাব্যথায় আক্রান্ত ২৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ছয়জনের রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঝালকাঠিতে সকাল থেকে বিভিন্ন স্থানে সেনাবাহিনী, ্যাব পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। আজ বুধবার সকাল থেকে শহরের সবগুলো সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

বাঁশ দিয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে।

জরুরি প্রয়োজন ছাড়া কোনও প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এমনকি রিকশা, ভ্যান মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। অহেতুক বাইরে বের হওয়া জনসাধারণকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও সুগন্ধা নদীর সবগুলো খেয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh