• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিভিন্ন স্থান থেকে মাদকসেবনের জন্য এসেছিলেন তারা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৪:৫৫
হিলি মাদক জরিমানা
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে সরকারি আদেশ অমান্য করায় ২০ জনকে ৭৬ হাজার দুইশটাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে হাকিমপুর থানা পুলিশ আনসার ব্যাটালিয়নের উপস্থিতিতে ১৮ আনসার ব্যাটালিয়ন চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সময় হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশ আনসার সদস্যের একাটি দল দণ্ডপ্রাপ্তদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, হোম কোয়ারেন্টিন না মানায় দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সেবন করতে আসায় মোট ১২টি মামলায় ২০ জনের কাছ থেকে ৭৬ হাজার দুইশটাকা আদায় করা হয়। অভিযান আমাদের অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
X
Fresh