• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তথ্য গোপন করে জানাজার পর দাফন, দুটি গ্রাম লকডাউন

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১২:৩২
করোনা মৃত্যু লকডাউন
ফাইল ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যবসায়ীর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

এদিকে মৃত ব্যবসায়ীর নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়নকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, গেল ছয় এপ্রিল, সর্দি ও শ্বাসকষ্টে মারা যান করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের এক ব্যবসায়ী। তিনি ঢাকায় ব্যবসা করতেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার রাতে সিভিল সার্জনের কাছে আসা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস থাকার কথা জানানো হয়।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলেও পবিারের লোকজন মিথ্যা তথ্য দেয়ায় তাকে স্বাভাবিক জানাজা ও দাফন করা হয়। এ খবর জানার পর দুটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করে এলাকায় মাইকিং করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh