• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘাটাইলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তাবলিগ জামাতফেরত বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ০৯:১৫
করোনা ঘাটাইল মৃত্যু
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে তাবলিগ জামাত থেকে ফেরা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি উপজেলার আনেহলা ইউনিয়নে। তিনি তাবলিগ জামাত থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন।

আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, মারা যাওয়া ব্যক্তি ১০-১২ দিন আগে তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান জানান, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের এক বৃদ্ধ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর আমাদেরকে অবহিত করেছেন। পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার আরটিভি অনলাইনকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছে। মৃতের বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মসজিদে ঈদের ৫ জামাতের সময় জানা গেল
বিএনপি-জামাতের উদ্দেশ্য জনগণের ওপর অত্যাচার : শেখ পরশ
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh