• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ওএমএস’র ৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ২২:৪৬
ওএমএস’র ৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক
আটক

জয়পুরহাটে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের অভিযোগে সাত বস্তা ওএমএস এর চালসহ আওয়ামী লীগ নেতা ও তার শ্যালককে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- হরিসারা গ্রামের মৃত ছহির উদ্দিন ছেলে ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর (৪৭) ও তার শ্যালক একই এলাকার আব্দুস ছাত্তার এর ছেলে আনোয়ার জাহিদ (২৭)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র‌্যাব সদস্যরা তাদের হাতে নাতে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে সাত বস্তা ওএমএস এর চাল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওএমএস এর চাল অবৈধভাবে বিক্রির কথা র‌্যাবের কাছে স্বীকারও করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
মাকে গাছে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা, ব্যাংক কর্মকর্তা আটক
কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২
সদরঘাটে দুর্ঘটনায় ২ লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫
X
Fresh