• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৮:৫৫
বরিশালে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা
ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে বরিশালে প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কেউ বরিশালে আসতে পারবে না। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তি এবং জরুরি সেবাগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে।

এদিকে জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে আরও কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে ট্রাফিক বিভাগ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh