• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা: হিলিতে স্বেচ্ছায় লকডাউন একটি গ্রাম

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৮:৪৫
করোনা: হিলিতে স্বেচ্ছায় লকডাউন একটি গ্রাম
হিলিতে স্বেচ্ছায় লকডাউন একটি গ্রাম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার পালপাড়া গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রামের যুবসমাজ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে গ্রামের দুটি প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। একান্ত প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলেও গ্রাম থেকে বের হয়ে ফিরে আসলে তাদের হাত ধুয়ে ও জীবাণুনাশক প্রয়োগের পর মিলছে অনুমতি।

সরেজমিনে গিয়ে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের মতো হাকিমপুর উপজেলায় যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজনে এই গ্রামে অবাধে বহিরাগতরা চলাফেরা করছে। ফলে করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজরা বৈঠক করে এ গ্রামকে লকডাউন ঘোষণা করেন।

পালপাড়া গ্রামের আকাশ, ইমন ও তামিমসহ বেশ কিছু যুবক জানান, আমরা নিজেকে ও গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছি।