• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইল জেলা লকডাউন ঘোষণা

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৮:০৬
টাঙ্গাইল জেলা লকডাউন ঘোষণা
টাঙ্গাইল জেলা লকডাউন

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। আর ভাইরাসের প্রতিরোধে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে আজ বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা ও উপজেলার সকল প্রবেশপথ দিয়ে বাহির ও ভেতর হতে জরুরি সেবা ব্যতীত সকল যানবাহন ও মানুষের চলাচল বন্ধ থাকবে। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও অনুরোধ জানান তিনি।