• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, পুরো গ্রাম লকডাউন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৪:০১
করোনা মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম মোজাম্মেল। তিনি ওই গ্রামের মৃত হাসিমুদ্দিনের ছেলে।

গতকাল সোমবার রাত সাড়ে আটাটার দিকে মোজ্জাম্মেল মারা যান বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। ওই ব্যক্তির মৃত্যুর পর পুরো সাহেব গ্রাম এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সিভিল সার্জন জানান, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৪৬ বছর। তার শরীরে তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল।

সোমবার দুপুরে তিনি মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। সেখানে তিনি ধানকাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি ফেরার পর তিনি আলাদা একটি ঘরে কোয়ারেন্টিনে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচী
X
Fresh