• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও ৩ মুসল্লি করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১২:৪৪
তাবলিগ জামাত করোনা
ছবি সংগৃহীত

মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে তিনজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, গেল শনিবার সিংগাইর পৌরসভায় তাবলিগ জামাতের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর সদস্যরা।

গতকাল সোমবার রাতে গ্রহণ করা ১১জনের নমুনা পরীক্ষা করে আজ সকালে তিনজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইইডিসিআর।

গতকাল মঙ্গলবার সংগ্রহ করা ১৮ জনের ফলাফল আজ বিকেলে পাওয়া যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গেল শনিবার সিংগাইর পৌরসভায় তাবলিগ জামাতের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর সমগ্র পৌরসভাকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

এছাড়া সিংগাইর উপজেলায় কর্মরত এক নারী স্বাস্থ্যকর্মী এবং তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের দুই সন্তান করোনামুক্ত বলে জানা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh