• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাগুরায় করোনা সন্দেহে চারজন আইসোলেশনে, বাড়ি লকডাউন

মাগুরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১১:০৮
মাগুরা লকডাউন বাড়ি
প্রতিকী ছবি

মাগুরা শহরের চাল বাজারে একটি বাড়িতে একই পরিবারের চার সদস্যকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নেয়া হয়েছে।

প্রশাসন গতকাল সোমবার রাত আটটার দিকে চাউলপট্টি, সোনাপট্টি এবং ওই বাড়িটিসহ আশপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করেছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, চাল বাজারের একটি বাড়ির দ্বিতীয়তলার ফ্লাটে ব্যাংক কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস থাকেন। তিনি নোয়াখালীর চৌমুহনী শাখায় কর্মরত।

১২ দিন আগে কর্মস্থল থেকে তিনি মাগুরায় ওই ফ্লাটে এসে জ্বরে আক্রান্ত হন। তার বমির সঙ্গে মাথাব্যথার উপসর্গ রয়েছে। স্থানীয়ভাবে গেল কয়েকদিন তিনি চিকিৎসা নিয়েছেন।

কিন্তু অবস্থা অপরিবর্তিত থাকে এবং একই পরিবারের অপর দুই সদস্য জ্বরে আক্রান্ত হয়। অবস্থায় ওই বাড়ির অন্য ফ্লাটের বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে স্বাস্থ্য বিভাগ সঞ্জয় বিশ্বাস, তার মা, মেয়ে স্ত্রীকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। পাশাপাশি ওই বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি, চাউল পট্টি সোনা পট্টি লকডাউন করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh