• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল করোনা ইউনিটে এক জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ২০:৪০
বরিশাল করোনা ইউনিটে এক জনের মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। ৫টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে।

ইউসুফ আলী বরিশাল নগরীর তালতলি এলাকা রাড়ী মহলের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিট কন্ট্রোলরুম সূত্র জানান, তিনি গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে জরুরি বিভাগে আসেন। সেখান থেকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হলে ৫টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

এদিকে এ হাসপাতালের করোনা ইউনিটে এনিয়ে ৩ জন রোগীর মৃত্যু ঘটেছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh