• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০টি বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ০৬ এপ্রিল ২০২০, ১৬:৪১
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০টি বাড়ি লকডাউন
চট্টগ্রাম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়া এলাকায় ওই যুবকের বাড়ি। গতকাল রোববার রাতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

তিনি জানান, জ্বর-সর্দিসহ নিউমোনিয়ার লক্ষণ নিয়ে ওই যুবক চমেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আজ সোমবার সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যায় তার রিপোর্ট পাওয়ার কথা।

এদিকে, এই ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘মারা যাওয়া যুবকের দাফন করার জন্য পিপিই সরবরাহ করা হয়েছে। সীমিত আকারে জানাজা করার জন্য বলা হয়েছে। রিপোর্ট পেলে আমরা পরবর্তী প্রক্রিয়ায় যাব।’ তিনি আরও জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
X
Fresh