• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে ট্রাকচালক ও হেলপার আইসোলেশনে

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৫:৫৫
আইসোলেসন হবিগঞ্জ ট্রাক
ফাইল ছবি

হবিগঞ্জে ট্রাকে করে করোনা রোগী নিয়ে আসা সন্দেহে চালক হেলপারকে আটক করে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

গতকাল রোববার রাত আটটায় বাহুবল উপজেলার মহাসড়কের বাগানবাড়ি এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়

এরা হলো জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলফাজ আহমেদের ছেলে ট্রাকচালক মোজাম্মেল হোসেন (২৫) তার হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহাগ (১৪)

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, গতকাল রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত এক রোগীকে ট্রাকে করে হবিগঞ্জের বাহুবলে নিয়ে আসছে পরে রাত আটটার দিকে পুলিশ বাহুবল উপজেলার মহাসড়কের বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক হেলপারকে আটক করে করোনা সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

ওসি আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন করোনার কোনও রোগী তারা ট্রাকে করে বহন করেনি কিংবা বাহুবলে নিয়ে আসেনি

হবিগঞ্জ সদর হাসপাতালের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, আইসোলেশনে থাকা দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর নাজিমুদ্দিন রোডে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
X
Fresh