• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৩:৩৬
পোশাক কারখানা তুরাগ
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকার মারমা কম্পোজিট (ইউনিট-২) নামের একটি পোশাক কারখানার বেতনভাতা নিয়ে আন্দোলন করছে শ্রমিকরা। এ সময় তারা বন্ধ কারখানার সামনে বিক্ষোভ করে। খবর নিয়ে জানা যায় করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসাবে সরকার যে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সেই ছুটির সুযোগে প্রতিষ্ঠানটির মালিক ইঞ্জিনিয়ার সেলিমের নির্দেশে কারখানার সকল মালামাল গোপনে সরিয়ে নিয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

পোশাক কারখানা খোলার খবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে এসে এই অবস্থা দেখে বিক্ষোভ শুরু করে। পরে মালিকপক্ষ তাদেরকে আজ সকালে বিষয়টি সমাধানের কথা বলে। পরে সকাল থেকে মালিকপক্ষের কেউ না আসায় শ্রমিকরা পুনরায় কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে কথা বলতে চাইলে, মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পোশাক শিল্প নিয়ে ভুল তথ্য যাচ্ছে বিদেশে 
X
Fresh