• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালের ড্রামে ফুটফুটে নবজাতক

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১০:৫৩
নবজাতক হাসপাতাল ড্রাম
ছবি: সংগৃহীত

বরগুনা জেনারেল হাসপাতালের পরিত্যক্ত একটি টয়লেটের মধ্যে রাখা ব্লিচিং পাউডারের ড্রাম থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল রোববার বেলা ১১টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার আরটিভি অনলাইনকে জানান, গতকাল রোববার বেলা ১২টার দিকে ওই বাথরুমের সামনে যাবার সময় ছোট্ট এক শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান তিনি। কাছে গিয়ে ওই নবজাতককে দেখতে পান এবং শিশুটিকে উদ্ধার করে আনেন। ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গেছে বলে তিনি জানান। বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, গেল কয়েকদিনে দুজন মাত্র প্রসূতি মা হাসপাতালে ভর্তি হয়েছিল। যারা ডেলিভারির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু কারা এই বাচ্চা ফেলে গেছে এখনও বলা যাচ্ছে না।

পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
X
Fresh