• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৫ এপ্রিল ২০২০, ১৮:৪৭
মানিকগঞ্জের সিংগাইরে আরও একজন করোনায় আক্রান্ত
মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিকেলে তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইইডিসিআর।

করোনায় আক্রান্ত ওই নারী সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি ঢাকার মিরপুরের টোলারবাগ এলাকায়। তিনি সেখান থেকে নিয়মিত অফিস করেন বলে নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লা।

আক্রান্ত ওই নারীর স্বামীও আক্রান্ত হয়েছেন। তবে, তাদের দুটি সন্তানের একজনও করোনায় আক্রান্ত হয়নি বলে জানান তিনি।

এদিকে, তাবলীগ জামাতের এক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় ওই এলাকায় গিয়েছেন আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল। আক্রান্ত ব্যক্তি যে মাদ্রাসায় থেকেছেন এবং যাদের সঙ্গে থেকেছেন সেই ১৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ায় শনিবার দিবাগত মধ্যরাত থেকে সমগ্র সিংগাইর পৌর এলাকাকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। লকডাউনের পর এলাকাবাসী লকডাইনের শর্ত মানছেন কিনা তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh