• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ এপ্রিল ২০২০, ১৪:৩৮
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে
ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তি ভর্তি হন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রাতে করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি ভর্তি হবার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ১৮ জনের নমুনা সংগ্রহ করে তারা আইইডিসিআর-এ পাঠিয়েছেন। এ পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট তারা হাতে পাননি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান জানিয়েছেন, ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

এদিকে, ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১৮১ জন প্রবাসী এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয় : শিক্ষা প্রতিমন্ত্রী
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
X
Fresh