• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা: হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ পারাপার বন্ধ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ এপ্রিল ২০২০, ১৩:৫০
করোনা: হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ পারাপার বন্ধ
হাতিয়ায় নৌ পারাপার বন্ধ

করোনাভাইরাস সংক্রামণ রোধ ও সামাজিক দূরত্ব মেনে চলার লক্ষ্যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগের মাধ্যমে সকল যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। সম্প্রতি মাইকিং করে অনির্দিষ্ট সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ রাখার এ নির্দেশ দেয়া হয়।

জানা যায়, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যাত্রী পারাপারের এক মাত্র মাধ্যম হলো ট্রলার ও সিট্রাক। উপজেলার নলচিরা- চেয়ারম্যান ঘাট ও ঢাকা- হাতিয়ার তমরদ্দি ঘাট এ দুটি রুটে প্রতিদিন অনেক যাত্রী যাতায়াত করতো।

এদিকে গেল শুক্রবার থেকে নৌ-বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটে ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য ট্রলার মালিকদের নির্দেশ দেয়া হয়। প্রতিদিনই নৌ বাহিনী নলচিরা ও তমরদ্দি ঘাটে টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিদিন চেয়ারম্যান ঘাটে পারাপারের জন্য শত শত লোক জমায়েত হতো। এতে সামাজিক দূরত্ব ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় আমারা নদীতে নিত্য প্রয়োজনীয় মালামাল পারাপার ছাড়া সকল ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh