• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা উপসর্গে দুই শিশুর মৃত্যু, ৩টি বাড়ি লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১২:৪২
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে এক শিশুর মৃত্যু, ৩টি বাড়ি লকডাউন
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২টি বাড়ির ৯টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার তোরাবগঞ্জ গ্রামে দুইবছর তিন মাস বয়সী এক শিশু খিঁচুনি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। অপরদিকে একই উপজেলার চর মার্টিন গ্রামে ৯ নম্বর ওয়ার্ডে ৫ বছরের এক শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনা উপসর্গ থাকায় তাদের দুইজনেরই মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনা আক্রান্ত ছিল কি-না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh