• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা: ঘোরাঘুরি করায় ১১ যুবককে জরিমানা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ এপ্রিল ২০২০, ১৪:৫২
করোনা: ঘোরাঘুরি করায় ১১ যুবককে জরিমানা
নেত্রকোনা

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে নেত্রকোনায় দল বেঁধে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ায় ১১ যুবককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও নয় শিক্ষার্থীকে জরিমানার পরিবর্তে একটি বই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা আড্ডা দেওয়ায় বৃহস্পতিবার রাতে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

তিনি জানান, গতকাল রাত পৌনে নয়টার দিকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় না রেখে জটলা বেঁধে ১১ যুবক ও নয় শিক্ষার্থী আড্ডা ও ঘোরাঘুরি করছিলেন। তাই তাদের মধ্যে ১১ যুবকের প্রত্যেককে এক হাজার টাকা করে এবং অন্য ৯ শিক্ষার্থীকে বই পড়ার নির্দেশ দেওয়া হয়।

ওই ৯ শিক্ষার্থী কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শ্রেণিতে লেখাপড়া করেন। তাদের বাড়ি কলমাকান্দা উপজেলা সদরে বলে জানা গেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh