• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১১:৫৭
নিহত কলেজছাত্র বরিশাল
প্রতিকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে দুই কলেজছাত্র নিহত হন। আহত হন আরও একজন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহত দুই কলেজছাত্র হলেন সজীব আরাফাত। আহত ব্যক্তির নাম হাসিব।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সজিব তার বন্ধু আরাফাত হাসিবকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন।

মোটরসাইকেলটি ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এতে তিন মোটরসাইকেলআরোহী কলেজছাত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুই কলেজছাত্র মারা যান।

নিহত সজিব হোসেন শিকারপুর বন্দরের মিল ব্যবসায়ী আকলিমা বেগমের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। অপরজন আরাফাত শিকারপুর বন্দরের সার ব্যবসায়ী জামান খানের ছেলে। সে ঢাকার একটি কলেজের ছাত্র ছিলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
X
Fresh