• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে জ্বর-সর্দি-কাশিতে মৃত যুবক করোনায় আক্রান্ত ছিলেন না

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৯:০২
টাঙ্গাইলে জ্বর-সর্দি-কাশিতে মৃত যুবক করোনায় আক্রান্ত ছিলেন না

টাঙ্গাইলের মধুপুরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করে এটা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।

তিনি আর জানান, এই রিপোর্ট হাতে আসার পরে আজ বৃহস্পতিবার ওই যুবকের বাড়িসহ আশেপাশের বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে হবিবুর রহমান হবি গেল রোববার ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। নিহত হবি জ্বর-সর্দি-কাশি নিয়ে বাড়িতে আসেন। ভয়ে বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রাখেন। পরের দিন তাঁর পাতলা পায়খানা শুরু হয়। গত মঙ্গলবার তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে আইইডিসিআর ওই যুবকের নমুনা সংগ্রহ করে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ওহিদুজ্জামান বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আইইডিসিআর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানিয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh