• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ দেয়ার অভিযোগ চট্টগ্রাম বন্দর থানার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ০২ এপ্রিল ২০২০, ১৮:০৬
সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
চট্টগ্রাম

সামাজিক দূরত্ব না মেনেই দুস্থ মানুষদের ত্রাণ দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশের বিরুদ্ধে।

আজ সকালে ওই থানার পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা শুনে সেখানে শত শত নিম্ন-আয়ের মানুষ ভিড় করেন। এতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্বের বিধান লঙ্ঘন হয়।

এদিকে, সাধারণ নিম্ন-আয়ের এসব মানুষদের ভিড় সামলাতে থানা পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেখানে ৩ থেকে ৬ ফুট দূরত্বে থাকতে বলা হয়েছে, সেখানে বন্দর থানায় ত্রাণ নিতে আসা নিম্ন-আয়ের মানুষদের একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে দেখা যায়। অনেকের অভিযোগ, সকাল ৬টা থেকে থানার সামনে প্রায় ৫ শতাধিক মানুষকে জড়ো করা হয়। কিন্তু বেলা ১২টার দিকে ঘোষণা করা হয় আজ ত্রাণ দেয়া হবে না। এ সময় ত্রাণ নিতে আসা লোকজন বিক্ষোভ করেন।

দুর্যোগের এমন পরিস্থিতিতে ত্রাণ দেয়ার নামে লোক সমাগম করে পুলিশ সদস্যদের এ ধরণের কার্যক্রমের বিরোধিতা করছেন নগরবাসী।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরটিভি অনলাইনের কাছে দাবি করেন , আমরা কাউকে আসতে বলেনি । মানুষ জড়ো হয়েছিলো। তাদের বলছি বাসায় ত্রাণ পৌঁছে দেয়া হবে। তারপর তারা চলে গেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
X
Fresh