• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৬:২৯
বরগুনা বরিশাল জেলা প্রশাসক
ফাইল ছবি

বরগুনায় বেদে সম্প্রদায় হিজড়াদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বরগুনার ভূতমারা এলাকায় তাদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন তিনি।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বরগুনায় চলছে অঘোষিত লকডাউন। জেলাজুড়ে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনীর তৎপরতায় ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

এই কারণে কর্মহীন হয়ে পড়েছে জেলাজুড়ে নিম্নআয়ের মানুষ। তাই জেলাজুড়ে চলমান রয়েছে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ।

বেশ কিছুদিন ধরে বরগুনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরই ধারাবাহিকতায় বরগুনার তৃতীয় লিঙ্গ মানুষ এবং বেদে সম্প্রদায়ের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কর্মহীন হয়ে পড়া দরিদ্র হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। পুরো দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উদ্যোগ চলমান থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল মেডিকেলে প্রিজন সেলে আসামির হাতে আসামি খুন
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
X
Fresh