• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজেদের উৎপাদিত সবজি নিয়ে মানুষের পাশে চাষিরা

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৪:১৬
নিজেদের উৎপাদিত সবজি নিয়ে মানুষের পাশে চাষিরা

পাবনায় করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে সবজি প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা কৃষক সোসাইটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে ৬০০ ব্যাগ সবজি তুলে দেন তারা।

কৃষক সোসাইটির সভাপতি আবুল হাশেম জানান, বাজারে চাহিদা কমে যাওয়ায় পাবনা থেকে সবজি সরবরাহ কমে গেছে৷ উদ্বৃত্ত সবজি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে কৃষকরা এই দুর্যোগ মোকাবিলায় শামিল হতে চান। দুদিন পরপর ৬শ’ প্যাকেট করে সবজি জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কৃষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে জেলা প্রশাসন। প্রতি প্যাকেটে ফুলকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ, গাজরসহ যে পরিমাণ সবজি তারা দিয়েছেন, তাতে একটি পরিবার অন্তত দুদিন খেতে পারবে। আমরা টিসিবি পণ্যের সঙ্গে এই সবজিগুলো বিনামূল্যে বিতরণ শুরু করেছি।

এসএস