• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যশোরে দরিদ্রদের সহায়তায় ‘মেক্সসা’

মাশায়েল অমি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৪:১২
যশোরে দরিদ্রদের সহায়তায় ‘মেক্সা’

করোনার প্রভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশান। মিলিটারি কলেজিয়েটের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গড়া এই সংগঠন এর অন্যতম উদ্দেশ্য হল সমাজসেবা। তারই ধারাবাহিকতায় যশোর এর প্রায় ২৫০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। প্রতিটি পরিবার এর জন্য বরাদ্দ ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ মিলি ভোজ্য তেল এবং একটি সাবান।

এই সংগঠনটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আকিফ রায়হান এবং সহ-সম্পাদক আরমান হোসেন তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মানুষের পাশে এই সংকট কালীন মুহূর্তে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।

সংগঠনটির সহ সাধারণ সম্পাদক আলী ওয়াসিফ মাহির বলেন, পরবর্তীতে আমরা একই ধরণের কার্যক্রম খুলনায় আয়োজন করতে চাই। লক-ডাউন এর সময় বাড়ালে মানুষ আবার বিপদে পড়বে। তখনও আমরা পাশে থাকতে চাই বিপন্ন মানুষের।

সংকট কালীন সময়ে সারাদেশে তাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh