• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যশোরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৩:০৫
হত্যা যশোর ব্যবসায়ী
ফাইল ছবি

যশোর শহরের খড়কী এলাকায় এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত বালু ব্যবসায়ীর নাম আল আমিন। সে শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

ঘটনায় আহত হয় খড়কীর আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২), ইফাজ তুল্য সর্দারের ছেলে সাহেব আলী (৪৫)

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত - জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে।

আহত ছোট আল আমিন জানায়, বড় আল আমিন খড়কীর সিরাজ শরিফের কাছে বালু বিক্রির ১৭ হাজার টাকা ৫০০ টাকা পেতেন। ওই টাকা নিয়ে তারা তিনজনে ফিরছিলেন।

পথিমধ্যে খড়কী কবরস্থান মসজিদ মোড়ে পৌঁছালে একই এলাকার জামাল, হিরা, পিন্টু, বিপুল, লিটন, তরিকুলসহ ১০-১২ জন তাদেরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তন্ময় মধু বড় আল আমিনের অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১২টার দিকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুজ্জামান জানান, ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh