• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বসতভিটা থেকে উৎখাত করতে ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১২:১৬
হামলা আগুন নড়াইল
প্রতিপক্ষের হামলায় পুড়ে গেছে কৃষক বাবু কাজীর ঘর

নড়াইলে একটি পরিবারকে তাদের বসতভিটা থেকে উৎখাত করতে একের পর এক ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে গেল মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে বাবু কাজী নামে ওই কৃষকের গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

এর মধ্যে দিয়ে গেলো পনের দিনে রান্নাঘর, বসতঘর, গোয়ালসহ জ্বালিয়ে দেয়া হলো পরিবারটির মোট চারখানা ঘর।

একটি হত্যাকাণ্ডের জেরে পরিবারটিকে গ্রামছাড়া করতে প্রতিপক্ষের এমন পৈশাচিকতা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই কৃষক।

তবে পুলিশ বলছে বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামলাপ্রতাপ শালিখা গ্রামের বাবলু শেখ বিদ্যুতের মধ্যে দ্বন্ধ চলছিল। এরই জের ধরে গেল ১৩ মার্চ বাবুল গ্রুপের শাফি মোল্যা প্রতিপক্ষের হাতে খুন হয়। ঘটনার পর বিদ্যুৎ গ্রুপের বাবু কাজী প্রতিপক্ষের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পরিবার নিয়ে পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি আশ্রয় নেন। এরপরও রক্ষা পায়নি তাদের রেখে যাওয়া ঘর-দরজা। একে একে তার ঘর-দরজা জ্বালিয়ে দেয়া হয়।

গেল মঙ্গলবার সর্বশেষ জ্বালিয়ে দেয়া হয় গোয়াল ঘরটি। অবস্থায় ঘর-দরজা হারিয়ে পরিবারটি চরম মানবেতর দিন পার করছে।

এলাকার চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারটি যেন ন্যায়বিচার পায় আমরা এই চেষ্টা করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh