• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাইসমিলে অবৈধভাবে চাল মজুদ, ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল সংবাদদাতা আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ২২:০৪
টাঙ্গাইলে রাইসমিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন রাইসমিলে র‌্যাব-১২ টাঙ্গাইলের সহায়তায় অভিযান পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৪টি রাইসমিলে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিল মালিককের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে দেশের দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার দায়ে উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশানস এলাকায় চারটি রাইসমিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এগ্রোবাংলা অটোরাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভেচ্ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।

মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনার সময় র‌্যাব-১২ টাঙ্গাইলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
আখাউড়ায় ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X
Fresh