• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জ্বর-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসায় টাঙ্গাইলে একটি বাড়ি লকডাউন

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ২১:৫১
জ্বর-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসায় টাঙ্গাইলে একটি বাড়ি লকডাউন
টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে জ্বর-কাশি নিয়ে এক ব্যক্তি ঢাকা থেকে বাড়ি ফেরায় করোনা সন্দেহে বাড়িটি লকডাউন করা হয়েছে।

বুধবার ( ১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাথুলীসাদী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ লকডাউনের ঘোষণা দেন।

জানা গেছে, ওই ব্যক্তির পরিবারে ৮জন সদস্য রয়েছে। ওই ব্যক্তি জ্বর-কাশি নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা থেকে সখীপুর উপজেলার রতনপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে স্থানীয়দের সন্দেহ হলে বুধবার (১ এপ্রিল) বিকেলে তিনি তার বাসাইল উপজেলার বাথুলীসাদী তার নিজ বাড়িতে উঠেন। সেখানেও স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে হাজির হন। মেডিকেল টিমের পরামর্শক্রমে এসিল্যান্ড ওই বাড়িটি লকডাউনের ঘোষণা দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ওই ব্যক্তি তার সন্তানকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরেন। তার জ্বর-কাশি থাকায় স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে গিয়ে লোকটির জ্বর-কাশি দেখা যায়। সন্দেহ হওয়ায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। ওই পরিবারের ১৪ দিনের খাবারের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিককে ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh