• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে ১০ বাড়ি লকডাউন

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৫:৪৩
মেহেরপুরে ১০ বাড়ি লকডাউন

হাঁপানি, জ্বর ও কাশি নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীকে করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণ প্রতিরোধে ওই ব্যক্তিটির বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। একই সাথে রুহুলের রক্তের নমুনা প্রেরণ করা হচ্ছে আইইডিসিআরে।

ওই রোগীকে গাংনী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখার প্রক্রিয়া চলছে বলে জানান আরএমও।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, ওই রোগীর শরীরের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।

লকডাউনের বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই সব বাড়ির লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তবে জরুরি কোনও কিছুর প্রয়োজন হলে সেটি তাদের পৌঁছে দেয়া হবে। ওই রোগীর রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।