• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মীদের পিপিই দিলেন মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০১ এপ্রিল ২০২০, ১৪:১৭
মানিকগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মীদের পিপিই দিলেন মেয়র জাহাঙ্গীর
মানিকগঞ্জ

করোনাভাইরাস থেকে ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপদে রাখতে মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগকে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড গ্লোভস ও মাস্ক প্রদান করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের কাছে এসব নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাস সরকার।

এ সময় তিনি বলেন, মানিকগঞ্জের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে মেয়রের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রমে আমরা জড়িত থাকব।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
সন্দ্বীপে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 
হিলি স্থলবন্দরের শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ
অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
X
Fresh