• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় শতাধিক দোকান পুড়ে ছাই

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৪:০৩
আগুন দোকান খুলনা
ফাইল ছবি

খুলনা নগরীর বানরগাতী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

এলাকাবাসী জানায়, মধ্যরাতে বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর আরও তিনটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় মিলে প্রায় ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আকরাম হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে বানরগাতী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বয়রা স্টেশন টুটপাড়া স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব হচ্ছে না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
X
Fresh