• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে হিজড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১২:২৫
বরিশালে হিজড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বরিশাল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার চলাচল সীমিত করেছে। এতে চরম বিপাকে পড়েছে বরিশালের হিজড়া সম্প্রদায়। এ অবস্থায় জেলা প্রশাসক নগরীর বান্দ রোডস্থ অফিসার্স ক্লাব চত্বরে ৫০ জন হিজড়াকে ২০ দিনের খাদ্য সামগ্রী দিয়েছেন।

আজ বুধবার তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে, র‌্যাব-৮ এর পক্ষ থেকে বরিশালের বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার মেজর মো. খালেদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় বিদেশফেরত ৬৮১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩৩৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৩৪৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবিতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
X
Fresh