• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাহজাদপুরে দুটি বাড়ি লকডাউন, আইসোলেশন সেন্টারে ভর্তি এক নারী

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ২১:৪৫
শাহজাদপুরে দুটি বাড়ি লকডাউন, আইসোলেশন সেন্টারে ভর্তি এক নারী

গেল ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলার ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া জেলায় হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ১৩৭ জনকে সুস্থতার ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে শাহজাদপুরের কৌজুরি ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে করোনা সন্দেহে দুই জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রেখে তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।

অন্যদিকে, আজ দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে এক নারী রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রঞ্জন কুমার দত্ত জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরের শহরের এসএস রোডের বাসিন্দা এক নারী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন। রোগী শ্বাসকষ্ট, পাতলা পায়খানা জনিত রোগে আক্রান্ত। তবে রোগীর পরিবারের সদস্যরা আজই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবেন বলে তত্ত্বাবধায়ক জানান।

সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় সোমবার সকাল পর্যন্ত বিদেশফেরত মোট ৫৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং তাদের মধ্যে ৪৪১ জনকে সুস্থতার ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়। এর ফলে সিরাজগঞ্জ জেলায় এখন বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে রয়েছে ১২৮ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh