• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৮:১২
নবজাতক পুলিশ থানা
থানায় পুলিশের হাতে উদ্ধারকৃত নবজাতক

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের একটি ডাস্টবিনের ভেতর থেকে জীবিত অবস্থায় নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

সোমবার দুপুর বারটার দিকে ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করে বর্তমানে নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করা সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক সাজুপ্রতাপ দাশ।

তিনি জানান, আইস ফ্যাক্টরি রোডে ডাস্টবিনে নবজাতকের কান্না শুনে স্থানীয়রা টহল পুলিশকে খবর দেন। পুলিশ সংবাদ শুনে গিয়ে দেখতে পায় ডাস্টবিনে ময়লার স্তূপ থেকে এক নারী নবজাতককে বের করে কোলে নিয়েছেন।

পুলিশ প্রথমে নবজাতকটিকে স্থানীয় মেমন মাতৃসদনে যান। সেখানে প্রাথমিক পরিচর্যা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, নবজাতকটি যখন উদ্ধার করি তখন তার নাভি কাটা হয়নি।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুটিকে রাখা হয়েছে। তাকে বাঁচানোর চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
X
Fresh