• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন মেয়র

স্টাফ রিপোর্টার,নরসিংদী, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৪:৪৮
ত্রাণ মেয়র দিনমজুর
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার ব্যক্তিগত তহবিল থেকে করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারা নিম্ন আয়ের দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে নরসিংদীর মাধবদী পৌরসভা।

সোমবার সকাল থেকে মাধবদী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী নিজ হাতে পৌঁছে দিচ্ছেন মাধবদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি তেল, এক কেজি পেয়াঁজ, একটি সাবান একটি করে মাস্ক। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারগুলোর মধ্যে আরও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, আমার পৌরসভায় কোনও মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছাড়াও আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিনই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। যতোদিন সমস্যা থাকবে ততদিন বিতরণ কার্যক্রম চলবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
X
Fresh