• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ীতে জুট মিলের শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৬:৪২
রাজবাড়ীতে জুট মিলের শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ
গোল্ডেশিয়া জুট মিলস লিমিটেডের শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি: আরটিভি অনলাইন

করোনার বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনা মোতাবেক কল-কালখানা বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা বিপদে পড়েছেন। এ অবস্থার উত্তরণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোল্ডেশিয়া জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইরাদত আলী এক হাজার শ্রমিকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

আজ রোববার দুপুরে গোল্ডেশিয়া জুট মিলের ভেতরে শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটজাত করা ওই ত্রাণের মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫কেজি আলু, ১ কেজি করে তেল ও লবণ এবং ২টি সাবান।

এ সময় মিলের পরিচালক অরূপ দত্ত হলি, জিএম মো. বেলায়েত হোসেন ও ওই মিলের অন্যান্য পার্টনার ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, সরকারি নির্দেশনায় চতুর্থ দিনের মতো রাজবাড়ী শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধু কাঁচাবাজার, ফার্মেসি দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে হাটবাজার।

ফলে বদলে গেছে চির চেনা রাজবাড়ীর চিত্র। রাস্তাঘাটসহ চারদিকে সুনসান নীরবতা। মূলত রাজবাড়ীর সবাই এখন সবাই ঘরে বন্দি।

মিল-কারখানা ও গণ-পরিবহন বন্ধ থাকায় ফাঁকা হয়ে গেছে রাস্তা-ঘাট। শহর ও গ্রামের রাস্তায় দুই-একটি রিকশা, অটোরিকশা দেখা গেলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এ অবস্থায় বিপাকে পড়েছেন সব ধরনের শ্রমজীবী মানুষ।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
X
Fresh