• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুবর্ণচরে চারটি বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৬:১৭
লকডাউন সুবর্ণচর বাড়ি
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামে জ্বর সর্দি-কাশিতে আক্রান্ত এক ব্যক্তির বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার ওই চারটি বাড়িতে লালপতাকা উত্তোলন করে বাড়িগুলো পুলিশের নজরদারিতে রাখা হয়। সময় হ্যান্ডমাইকে আশপাশের লোকজনকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনুল হাসান ইভেন জানান, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় অটোরিকশাচালক। তিনি গেল ছয় দিন থেকে জ্বর সর্দি-কাশিতে ভুগছেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ভালো না হওয়ায় দুদিন আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শায়লা সুলতানা ঝুমার পরামর্শ অনুযায়ী আক্রান্ত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত ওই চারটি বাড়ি লকডাউনের আওতায় থাকবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh