• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘চাকরি ছেড়ে দেব বলে স্যারদের জানিয়ে দিয়েছি’

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৫:৪৩
ডিউটি ডাক্তার হাসপাতাল
ডা. সামসুল আরেফিন

কর্তৃপক্ষকে না জানিয়ে ডিউটি ছেড়ে বাড়িতে অবস্থান করছেন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন।

গেল ২৬ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে চাকরি করবেন না বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জানিয়েছেন, গেল ২৬ মার্চ থেকে ডা. সামসুল আরেফিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা বলেছেন।

বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, ছুটি ছাড়া তিনি বাড়িতে অবস্থান করছেন। মৌখিক লিখিত কোনোভাবেই তিনি বিষয়টি আমাদের অবহিত করেননি। তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাড়িতে থাকার বিষয়টি স্বীকার করে ডা. সামসুল আরেফিন বলেন, আমি ছোটবেলা থেকে রোগে ভুগছি। ডিউটি করতে আর ভালো লাগে না। তাই চাকরি ছেড়ে দেব বলে স্যারদের জানিয়ে দিয়েছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh