• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে করোনা সন্দেহে ২ জনের মৃত্যু, দুটি বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২৯ মার্চ ২০২০, ১৫:১০
পটুয়াখালীতে করোনা সন্দেহে ২ জনের মৃত্যু, দুটি বাড়ি লকডাউন

করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এমন সন্দেহে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এবং কালিকপুর এলাকার দু’টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) সকালে পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী উপস্থিত থেকে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি এবং কালিকাপুর এলাকার মাদবর বাড়ি সংলগ্ন একটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। এ সময় এসব পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়।

এর আগে শনিবার বিকেলে পটুয়াখালীতে আবদুর রশিদ (৬৫) এবং আজ রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকির হোসেন (৩৪) মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, আইইডিসিআর থেকে পরীক্ষার রিপোর্ট না আশা পর্যন্ত এই বাড়ি দু’টি লকডাউন করা থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh