• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৪:১৬
বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, ওই রোগীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে বরিশাল মেডিকেলে আনা হয়। গতরাতে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয় তাকে। রোববার সকাল তার মৃত্যু হয়।

তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নিউমোনিয়া ধরা পড়ে। ওই রোগীর মৃত্যুর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh