• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় চারজন আইসোলেশনে

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১২:০৩
জয়পুরহাট আইসোলেশন করোনা
ছবি সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘিতে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় একই পরিবারের চার সদস্যকে গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

একইসঙ্গে ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী আরটিভি অনলাইনকে বলেন, কালাইয়ের নান্দাইলদীঘির ওই যুবক বিদেশফেরত না হলেও পোলট্রি ব্যবসার সুবাদে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীর সংস্পর্শে আসতে পারেন। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকেসহ পরিবারের চার সদস্যকে গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সংস্পর্শে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সন্দেহে আইসোলেশনে রাখা ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
খতনার সময় শিশুর পুুরুষাঙ্গ কেটে ফেলল হাজাম, ঢামেকে ভর্তি
বরিশাল মেডিকেলে প্রিজন সেলে আসামির হাতে আসামি খুন
X
Fresh