• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের ‘ডোর টু ডোর শপ’, ফোন করলেই পৌঁছে যাচ্ছে পণ্য

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৮ মার্চ ২০২০, ২২:৪৮
পুলিশের ‘ডোর টু ডোর শপ’, ফোন করলেই পৌঁছে যাচ্ছে পণ্য

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে ঘরে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ দোকান ‘ডোর টু ডোর শপ’ চালু করা হয়েছে। । নগরবাসীকে যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ মানু্ষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। ‘‘হোম সার্ভিস’’ কার্যক্রমের জন্য সিএমপি হটলাইনে ০১৪০০৪০০৪০০ নম্বরে ফোন করলে পুলিশ নগরবাসীর চাহিদামত বিলের কপিসহ বাজার পৌঁছে দিচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম নগরীর ১৬টি থানাতেই ডোর টু ডোর শপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনার প্রভাব যতদিন থাকবে ততদিন এ হোম সার্ভিস চালু রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, করোনা সামলাতে বিজ্ঞানীরা এই মুহূর্তে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা দিয়েছেন, তাতে মানুষ চাইলেই প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছেন না। নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া প্রত্যেক থানাতে ফোন করেও এ সুবিধা নেয়া যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কারও যাতে কোনও কিছু কিনতে বাইরে বের হতে না হয় তার জন্য এ ব্যবস্থা নিয়েছে সিএমপি।