• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে রাস্তার পাশে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক কোয়ারেন্টিনে

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ২২:১৪
সিলেটে রাস্তার পাশে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক কোয়ারেন্টিনে
সিলেটে রাস্তার পাশে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিককে হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হচ্ছে, ছবি: আরটিভি অনলাইন

রাস্তায় পড়ে থাকা আর্ক (৪৫) নামে এক ফিনল্যান্ডের নাগরিককে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের নয়াসড়ক পয়েন্টের রবি আউটলেটের সামনে রাস্তায় পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ফিনল্যান্ডের ওই নাগরিক রিকশা করে হাওয়াপাড়া থেকে নয়াসড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে এ তিনি পরে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানার এসি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মো. সেলিম মিঞা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসকদের বিষয়টি জানালে ডাক্তাররা এসে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, ওই বিদেশি নাগরিক নগরের হাওয়াপাড়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এ ঘটনার পর থেকে হাসপাতালের কর্মকর্তারা পলাতক।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ওই বিদেশিকে আমরা কোয়ারেন্টিনে রেখেছি। এখনো তার অবস্থা বলা যাচ্ছে না। রোববার তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো করোনাভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করা লাগবে কি-না।

এদিকে জ্বর-সর্দি-কাশি নিয়ে সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল (সদর হাসপাতাল) কোয়ারেন্টিনে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে হাসপাতালের কোয়ারেন্টিনে রেখে তাকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh