• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুবকের মৃত্যুতে পুরো চৌমুহনীই হোম কোয়ারেন্টিনে

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৭:৪৫
করোনা চৌমুহনী নোয়াখালী
ছবি সংগৃহীত

গেলো বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে সর্দি-কাশি জ্বর আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে করোনা সন্দেহে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হলে অবস্থিত ভবনটিসহ মোট তিনটি ভবন আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

আইইডিসিআর থেকে রিপোর্ট না আসা পর্যন্ত লকডাউন চলবে বলে জানান স্থানীয় প্রশাসন।

ওই এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ২৩ বছর বয়সী নিলয় চন্দ্র মজুমদার নামে এক যুবকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য আতঙ্ক সৃষ্টি হওয়ায় পাবলিক হলসহ পুরো এলাকা লক ডাউনের আওতায় আনা হয়েছে। এখানে নিলয় মুজমদারের ভাড়া বাসা আজিজিয়া ভবনসহ আশপাশের অবস্থিত ডা. আহসান উল্যাহ টাওয়ার, মদিনা টাওয়ার, একটি শিশু হাসপাতাল, কয়েকটি ডায়াগনস্টিক ল্যাব, বেশ কয়েকটি ফার্মেসি ও ডাক্তারের চেম্বার লক ডাউনের আওতায় আনা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মমিনুর রহমান জানান, আইইডিসিআরে মরদেহের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যা নাগাত রিপোর্ট হাতে পাওয়া যাবে। রিপোর্টটি আসলে যুবকের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, গেল ২৬ মার্চ রাতে নোয়াখালীর চৌমুহনীতে সর্দি-কাশি জ্বর আক্রান্ত নিলয় চন্দ্র মজুমদার নামে ২৩ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। নিলয় স্থানীয় এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
X
Fresh