• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নওগাঁয় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৭:২৮
নওগাঁয় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
নওগাঁ সদর আসনের সাংসদের উদ্যোগে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ছবি: আরটিভি অনলাইন

নওগাঁয় স্থানীয় সাংসদের উদ্যোগে নিম্ন-আয়ের ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। তার ব্যক্তিগত সহকারী জহির রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা আজ ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে আর ২০ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, আজ ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। খেটে খাওয়া নিম্ন-আয়ের মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, একটা সাবান ও ডাল দেয়া হয়েছে। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়া প্রতি বাড়িতে গিয়ে এসব খাদ্য নিজ দায়িত্বে পৌঁছে দেয়া হয়েছে। প্রয়োজনে আগামীতে আরও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হবে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
গৃহবধূ হত্যা মামলার ৩ পরিকল্পনাকারী ঢাকায় গ্রেপ্তার
X
Fresh