• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শরীয়তপুরে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৬:৪১
শরীয়তপুর মন্ত্রণালয় লকডাউন
ছবি সংগৃহীত

অনানুষ্ঠানিক লকডাউনের ফলে শরীয়তপুরের করোনা সংক্রমণরোধের কার্যক্রম গতি পেয়েছে।

তবে গত তিনদিন যাবত সবকিছু বন্ধ থাকায় জেলা শহরসহ গ্রামগঞ্জেও নেমে এসেছে নিস্তব্ধতা। রাস্তা-ঘাট হাট-বাজারসহ কোনও স্থানেই নেই জনসমাগম। হোম কোয়ারেন্টিন গতি পেলেও প্রতিদিন খেটে খাওয়া মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকটের আশঙ্কা। তবে আজ থেকে জেলা প্রশাসন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল বিতরণ করছে জেলার দুই হাজার নয়শপরিবারের মধ্যে।

এদিকে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল থেকে নড়িয়া সখিপুরে প্রায় ১২ হাজার পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল একটি সাবান বিতরণের কথা জানিয়েছেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ, বিভিন্ন পৌরসভা সেনাবাহিনী জীবাণুনাশক স্প্রে করছে পদ্মাসেতু এলাকাসহ জেলাব্যাপী হাট-বাজার, রাস্তাঘাট জনসমাগমস্থলে।

গেল ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন করে হোম কোয়ারেন্টিনে আসায় এখন ৩৪২ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তবে জেলায় এখনও কোনও করোনা রোগী সনাক্ত হয়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
মাল্টিমিডিয়া ক্লাসের তিন মাসের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ
X
Fresh